১৪৬ বার পড়া হয়েছে
চূর্ণকবিতা
শামীম আজাদ
পৃথিবীতে প্রকাশ্যে, নিভৃতে বা গোপনে
ধর্ম, অর্থ ও বিত্ত দিয়ে চিত্ত বিনষ্টকরণে
প্রতিদিন যে অযাচিত আগ্রাসন হয়
যে ভয়ের আঘাতে প্রলয়ে বিপর্যয়ে
প্রত্যহ মহা মানবতার হচ্ছে ক্ষয়
এর প্রতিটিরেই আমার অধর্ম মনে হয়
প্রতিটিতেই প্রাণঘাতী অস্ত্র ফুটে রয়।।
লন্ডন
১৬.৯.২২