১৪৮ বার পড়া হয়েছে
চুরি যাওয়া ফিরে পাওয়া
বি এম মোহসীন
১০.০৯.২০২২
চুরি গেছে মোবাইল আমার
বেশ কয়েক মাস আগে
বেশ সহনশীল শরীর আমার
কাঁপতে ছিল রাগে।
বিকাল বেলায় জিডি করলাম
মুগদা থানায় গিয়ে
ফিরে এলাম নিজের বাসায়
জিডির কপি নিয়ে।
পুলিশ বললো পেয়ে যাবেন
দুদিন আগে পরে
বেশ কিছুদিন সময় লাগবে
থাকুন ধৈর্য ধরে।
তিন মাস অপেক্ষার পর
খবর দিলো থানা
খোঁজ পেয়েছি পেয়ে যাবেন
আপনার মোবাইলখানা।
তার পরেরদিন খবর এলো
মোবাইল এখন হাতে
জিডির কপি সঙ্গে নিয়ে
দেখা করবেন রাতে।
জিডি নিয়ে থানায় গেলাম
সূর্য ডুবার পরে
মোবাইল নিয়ে খুশিমনে
ফিরে এলাম ঘরে।
কি আনন্দ সকল সময়
যদি এমন হত
সবাই পেত হারানো মাল
ঠিক আমারি মত।