১৯৮ বার পড়া হয়েছে
চিরঞ্জীব রাসেল
রওশন আরা ইসলাম
তুমি চঞ্চল, তুমি প্রজ্জ্বল,
তুমি বহমান পদ্মার জল।
তুমি রঙধনু সাতরঙা-
তুমি প্রকৃতির মতো উজ্জ্বল।
তুমি বোনের আদরের ধন,
বাবার ভালোবাসার চুম্বন।
তুমি ভাইদের অমলীন হাসি
মায়ের স্বপ্নের অনাবিল ভূবন।
তুমি অশান্ত মন; চির যৌবন,
তুমি তাল-বেতাল নূপুরের ঝঙ্কার
তুমি নিঝুম রাতের তীব্র চিৎকার
তুমি বাংলা মায়ের অহংকার।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
রওশন আরা ইসলাম
সহকারী শিক্ষক
সাতগাঁও স.প্রা.বি।
উপজেলা: শ্রীনগর
জেলা: মুন্সীগঞ্জ।
২ Comments
অসাধারণ
অসাধারণ