চিঠি দিও
মাসুমা নিরু
আকাশের কাছে ঠিকানা রেখেছি
মনে পড়ে যদি কখনো চিঠি দিও ভুল করি
তারাদের মাঝে খুঁজে দেখো না,
আমিও খুঁজছি তোমাকে বলতে পারিনা
তৃষিত হৃদয় ছুটে ছুটে যায় আকাশের নীলে, নীলিমায় হারায়।
ঈশান কোণে জমে থাকা মেঘে
ভিজে যাবে তুমি, চোখের জল যখন ঝরে পড়বে।
ভেজা হাওয়ায় মন কেঁদে যায়,
মেঘের ফাঁকে বিজলী চমকায়
তোমাকে চাওয়ায় কেঁদে ফেরে আঁখি
জল ঝরে যায় শ্রাবনে আসি।
কান্না শেষে রঙধনু হাসে
সাতরঙা সাজে তোমাকে সাজাতে
আমি এতো তারার ভীড়ে
ঠিকানা হারায় বারে বারে
তোমাকেই চাই, সব চাওয়া শেষে
তোমাতে হারায় আবার ভালোবেসে।
অভিমানী আবেগ ভেসে বেড়ায়
আকাশের গায়ে তারাদের ছায়ায়
মেঘে মেঘে আড়ি থেকে থেকে চমকায়
তোমার বাড়ি ছুটে যেতে চাই।
সূর্য ডোবার লালরঙা ক্ষনে
তোমাকে আবার আমার পড়েছে মনে
তুমিও কি ভাবছো আমায়, বসে নিরালায়
বাতায়ন খুলে রাতের আঁধারে জোনাকির পাখায় পাখায়।
প্রফেসরপাড়া
ভেড়ামারা, কুষ্টিয়া
১৮/০২/২০২১
১ Comment
Lovely