১৫৬ বার পড়া হয়েছে
চিঠি
সাঈদা সানজিদা
মেঘলা দিনে কালো মেঘের পাড়া
মেঘের সাথে বৃষ্টির আলাপ শুনছি
জানতে? কতো সহজ বোঝাপড়া!
খুনসুটি আর যাপন সময় গুনছি।
জানতে যদি, তারার সাথে চাঁদের
ভাব জমে যায় পূর্ণিমারই রাতে!
ছায়াপথের অল্প গল্প শেষে
রাত ডুবে যায় শুভ্রতারই প্রাতে।
ভোর না হতেই আলোর ছড়াছড়ি
ব্যস্ত আকাশ, তপ্ত সারাবেলা
বিকেল হতেই কিচির মিচির সুরে
আকাশজুড়ে জমবে পাখির মেলা!
খানিক বাদেই ঘণ্টা হলে ছুটির
রাঙা আলোয় সন্ধ্যা নেমে আসে।
চাঁদের সাথে তারারা বৈঠকে
মহাকাশের গল্পজুড়ে বসে।
ভাবছি তোমায় শুক্লপক্ষে বসে
চাঁদের আলোয় উঠোন গেছে ভেসে!
পুকুর ভরা চাঁদের আলোর ঢেউ
পুড়ছে হৃদয়, পাচ্ছে না টের কেউ।।