চাই বিচার চাই
সুরমা খন্দকার।
আমি বাকরুদ্ধ, ক্রন্দনরত, রোদন করি,
অংকুরিত স্বপ্নের না লিখতে পারা কথায়!
বুনো ফুলের রেনুর মতো উড়িয়ে দিলে পলকা বাতাসে
সব স্বপ্নের দল হেথায়।
আমি দেখতে পারিনি সবুজের সাবালক সৌন্দর্য।
অনুভূতির গায়ে হিংস্রতার যে প্রকট ছাপ,
তীব্র বেদনাকে কোনো কথারা, শব্দরা পারছে না করতে ধারণ।
কি নির্মম মানুষ জন্ম!
নির্লিপ্ত, ছন্দহারা, শোকগাথা
ভজন গীত হৃদয়ের অন্দরে
অসময়ের সবুজ পাতার ঝরে পড়ার মর্মরে।
বিচ্ছেদের যাতনা প্রকাশের কোনো ভাষা আদৌ নেই।
কাকে করি দোষারোপ?
শ্যাওলা জমা এই সমাজ না সমাজ অধিপতি?
না আমিই! জননী, জায়া, ভগ্নী, কন্যা বিপত্নী!
কেন পারলি এমন খেলতে খেলা!
কেন হয়নি আধ্যাত্মিক বোধ, সামাজিক দীক্ষা,
নৈতিকতার ভিত, নান্দনিক হৃদয় শিক্ষা?
মাজনুন ফের মানুষ হবে না–
অট্টহাস্যে রঞ্জিত ঠোঁটে, কুঞ্চিত ভ্রুর সমান্তরাল রেখায় ফুটাই উপহাস
এ নিন্দার ভাষা নেই।
চাই বিচার চাই!!!
(নোয়াখালী-তে অদিতাকে নির্মম হত্যার তীব্র নিন্দা জানাই)
১ Comment
Ak kothai…osadharon