চাইলেই যেতে পারো।
সুরমা খন্দকার।
অবশেষে চেয়ে আছি মাটির দিকে
নিসর্গের চেয়ে প্রবীণ।
তবু কত নির্বিকার একেলা একে।
আমিও তেমন নির্লিপ্ত চাঞ্চল্যরহিত।
ছেড়ে যেতে চাই না কিছুতেই,
তুমি হামেশা বলে দিলে ভেবে দেখি-
অবিরল যাত্রা অতশত না বুঝে,
বিশ্বাসের দু’হাত তোমার সম্মুখে।
সেই থেকে মরুর মতন মন উঠোনটায়,
আদ্র হচ্ছিল শর্তহীন সখ্যতায়।
তুমি ও অনাদরের অবহেলের দুঃখের বাক্সটার
খুঁজে পেলে যেন নিরাপদ আশ্রম।
যুগল চলায় ছিল সবুজ ঘাসের বুকে
অশব্দ শিশিরের যেমন আলাপন।
বেদনার অস্ফুট নীল বসন বুকের ভিতর,
কতোটা সমৃদ্ধ এ অঞ্চল।
কি জানে কে তার?
সে তো হয় না কভু একা, নিঃস্ব কিম্বা অনুদার!
তাইতো নির্দ্বিধায় বলি,
চাইলেই যেতে পারো।