বুলবুল চৌধুরী
কথাসাহিত্যিক ও লেখক। ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন।
জন্ম: ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন।
মৃত্যু : ২৮ আগস্ট ২০২১
রচনা
ছোট গল্পগ্রন্থ
টুকা কাহিনি
পরমানুষ
মাছের রাত
চৈতার বউ গো
উপন্যাস
অপরূপ বিল ঝিল নদী
কহকামিনী
তিয়াসের লেখন
অচিনে আঁচড়ি
মরম বাখানি
এই ঘরে লক্ষ্মী থাকে
ইতু বৌদির ঘর
দখিনা বাও
জলটুঙ্গি
পাপপুণ্যি
ঘরবাড়ি
দম্পতি
বলো কি অনুভব
আত্মজীবনী
আঁকিবুঁকি
অতলের কথকথা
এছাড়াও ‘গাঁওগেরামের গল্পগাথা’, ‘নেজাম ডাকাতের পালা’, ‘ভালো ভূত আর প্রাচীনগীতিকার গল্প’ নামক কিশোর গ্রন্থের রচয়িতাও তিনি।
‘কহকামিনী’ উপন্যাসের জন্য পেয়েছেন হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার।
বাংলা একাডেমি পুরস্কার, ২০১১
২০১৩ সালে ‘এই ঘরে লক্ষ্মী থাকে’ নামক উপন্যাসের জন্য পেয়েছেন ব্র্যাক ব্যাংক ও সমকাল সাহিত্য পুরস্কার।
ভাষা ও সাহিত্যে ২০২১ সালে একুশে পদক লাভ।
এছাড়াও ২০১৯ সালে তার জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে রচিত’ধোঁয়ার অন্তর্গত মানুষ’ নামের একটি গান উৎসর্গ করা হয়। বুলবুল চৌধুরীর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে গানটি লিখেছেন ধ্রুব এষ। এতে কন্ঠ, সুর ও সংগীতের কাজ করেছেন সংগীতশিল্পী সৌর
২০৫ বার পড়া হয়েছে