১৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারাচ্ছেন চিত্র নায়িকা পরীমণি।:
রাজধানীর বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক হওয়ার পর শিল্পীদের এই সংগঠন থেকে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংগঠনটি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, চিত্র নায়ক জায়েদ খান এ তথ্য জানিয়েছেন।
জায়েদ খান জানান, সংগঠনের পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় পরীমণি সদস্যপদ স্থগিত করা হবে। বিষয়টি প্রায় চূড়ান্ত। তবে তিনি যদি আদালতে নির্দোষ প্রমাণিত হন তাহলে সদস্যপদ ফিরে পাবেন। আর যদি দোষী সাব্যস্ত হন, তাহলে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কার হবেন।