১৪০ বার পড়া হয়েছে
ঘুমঘুম চোখে
ফরিদা সফি
গভীর গহ্বরও একদা শূন্য হয়
পরিত্যক্ত হতে হয় খনিকে
জেল্লা হারিয়ে নিস্প্রভ
ফের ফিরে আসে মাটির বুকে নিঃস্ব
স্মৃতিতে জ্বলজ্বলে উজ্জ্বল অতীত
কানাগলি চোখ রাঙায়
গোলকধাঁধায় সুনসান নীরবতা
আঁধারচেরা আলোকরশ্মি নেই
টুংটাং ঝনঝন কোন শব্দেই ভাঙে না নৈঃশব্দ
নিস্তব্ধ বাতাস কাঁপে না ভারী নিঃশ্বাসে
নিঃশব্দ শশ্মানে
তবুও আলোড়ন তুলে নদীর ছলোছলো ধ্বনি
ভরা নদীতে চর জাগে জলের সম্মোহন ভুলে
নতুনের পদভারে জাগে প্রাণ নতুন চরে
জলের অত্যাচার সয় নির্বিকার
প্রেম কাম ক্ষুধা
দেখতে দেখতে ফুরায় নয়নসুধা
অজান্তে
ক্লান্ত চোখ আশ্রয় নেয় চোখের পাতায়।
১ Comment
খুবই সুন্দর লিখেছে কবি,,, আন্তরিক অভিনন্দন জানাই।