বাকরুদ্ধ দ্বার প্রান্তে দাঁড়িয়ে
আজীমি
জীবন সংগ্রামের এক একটি মুহূর্ত আমায়,
ক্লান্ত করে এগিয়ে যায় অসীম প্রত্যাশার দ্বারে,
দিনের শেষে অজস্র ব্যাকুলতায় হিসাব কষে যাওয়া,
গণক যন্ত্রের যোগ ফল শুধুই শূন্য।
আমার ইচ্ছেগুলো নির্বাক দাঁড়িয়ে থাকে,
অনুভূতিহীন এক অজানা বাকরুদ্ধ দ্বার প্রান্তে,
সময়ের ক্লেদাক্ত সম্পাদ্যগুলো চোখের পাতায় এঁকে যায়,
রংহীন তুলির আঁচড়ে জীবনের অব্যক্ত ছবি।
এক জলহীন রক্তস্রোতে ভেসে যায় জীবনের বিদীর্ণ আশা,
হতাশার কালো চাদর মুড়ি দিয়ে ঘুমায় বর্ণিল স্বপ্নরা,
কত রঙধনুর সিঁড়ি বেয়ে আসা স্বপ্নের রজনী,
নিভৃতে কেটেছে একাকী অশ্রু ভেজা পালঙ্কে।
কখনো কখনো জানালার কার্ণিশ বৃষ্টি হয়ে ঝরে পড়ি,
বিষণ্ণ নির্বিকার অভিমানের সুরেলা শব্দ হয়ে,
কত উৎসব কেটে গেলো একে একে উদাস করে,
কেউ আসেনি নতুন কোনো উপহার আনন্দে
আমি চাই কেউ আসুক ঘুমন্ত বেলার ক্লান্তি সরিয়ে নীরবে,
কাঠপেন্সিলের আঁকা জীবনের বিবর্ণ নিকুঞ্জে,
বসন্তের রংধনু মিছিলে কৃষ্ণচূড়ার মৌনতা মেখে,
আমাকে ডেকে নিয়ে যাক স্বর্গের স্বর্ণদুয়ারে।
Mr. Sheikh
Athens, Greece