১৫৫ বার পড়া হয়েছে
বিগত ১১ নভেম্বর, শুক্রবার গোল্লাছুট পরিবার ও গোল্লাছুট ফাউন্ডেশন কর্তৃক টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের একটি এতিমখানায় ২০জন এতিমশিশুকে পাঞ্জাবি ও পায়জামা প্রদান করেন। বস্ত্রাদি প্রদানের সময় গোল্লাছুট ফাউন্ডেশনের সভাপতি লিমা সুলতানা উপস্থিত ছিলেন।