১৫৬ বার পড়া হয়েছে
গুটিয়ে যাচ্ছে আশামন
(নাসিমা হক মুক্তা)
চলছে জপ, ফাঁকা বাড়ি
মনপবন দুলছে- সজল চোখে
দারুণ বিদ্রোহ, পাখির মত উড়ার স্বপ্নে;
সঙ্গী! সে তো কেবল – মরুশহর!
একা, ক্রমে গুটিয়ে যাচ্ছে আশামন
দূরের ঐ বন- আস্তানা
প্রণয় খেলছে আগুন হয়ে
এমনতরো ভেতর বাতাস বলয়ে,
নিজেকে নিজে ধরা রাখা- সে তো মহা কম্পমান স্রোত!
দেখছি বনবিস্তরে কামনার বাঁকগুলো
একে একে গিলে খাচ্ছে অন্ধকার
কাছাকাছি এসে সজোর নির্মাণ ভেঙে ভেঙে
ডিঙোয় গ্রীবা পাহাড়
জ্যোৎস্নাবৃত সব নিদ্রাগুলি উবে বশ করে-
থরো থরো সাজানো জাগার গান
সে গান প্রতিরাতে হত্যা করে এক একটি মহাপ্রাণ!
২ Comments
Congratulations
চমৎকার একটি কবিতা