গীতি কবিতা
নব বিশ্ব ভবঘুরে হব
মোঃ ইউসুফ আলী গাজী
সংখ্যাঃ ৫১/৪৫৯৯
রচনাঃ ০১-০৩,১১,২২২০২১ ইং, সোমবার – বুধবার, সময়ঃ দুপুর ১:৩১-সকাল ৭:৩৩ মিনিট,
আমি কর্ম খুঁজতে ব্যস্ত হইয়া ঘুরলাম কত দ্বার আর দ্বার,
কোন কর্ম না পাইয়া তাই হইয়া গেলাম সার বেকার;
ও তাই “নব বিশ্ব ভবঘুরে হব“ এটাই এখন অঙ্গীকার।।
হইলামনারে চাষা -ভূষা কিংবা কোন তালুকদার,
তালুক-মুলুক-হাওলাঅলা হইলামনারে হাওলাদার,
হইলামনা নৈশ প্রহরী না চকিদার -দফাদার।
ও তাই “নব বিশ্ব ভবঘুরে হব“ এটাই এখন অঙ্গীকার।।
হইলাম না হায় তাঁতী-জেলে কিংবা কোন কুম্ভকার,
হইলামনা হায় হ্যামার হাতে হাঁফরঅলা কর্মকার,
হইলামনা হায় স্বর্ণকার হায় গড়ব নানান অলঙ্কার।
ও তাই “নব বিশ্ব ভবঘুরে হব“ এটাই এখন অঙ্গীকার।।
হইলামনা হায় খেয়া মাঝি পাটনী হয়ে করব পার,
হইলামনা হায় ভ্যান-পিকাপের ছোট-খাটো ড্রাইভার,
পারলামনারে জাহাজ কিংবা বিমান চালক হতে আর।
ও তাই ”নব বিশ্ব ভবঘুরে হব“ এটাই এখন অঙ্গীকার।।
হইলামনারে বুদ্ধিজীবি কিংবা গাঁয়ের মাতুব্বার,
ঠক-প্রতারক-প্রবঞ্চকের খেতাবওতো নেই আমার,
হইলামনারে ধন কুবের ভাই নাই আমার তাই দম্ভভার।
ও তাই “নব বিশ্ব ভবঘুরে হব“ এটাই এখন অঙ্গীকার।।
নেইরে আমার মেধা-বুদ্ধি করব কিছু আবিস্কার,
কিংকর্তব্যবিমূঢ় হই পাই না কোন পুরস্কার,
চর্ম চোষ্য কর্ম দ্বারা সব কর্মে হই বহিস্কার ।
ও তাই “নব বিশ্ব ভবঘুরে হব“ এটাই এখন অঙ্গীকার।।
হইলামনা হায় কারো সাগরেথ কিংবা কোন গডফাদার,
মুখের উপর সুবচনে নষ্ট করি শিষ্টাচার,
কাহার সাথে চলব বলো নেই মানুষে নিষ্ঠা তার।
ও তাই “নব বিশ্ব ভবঘুরে হব “এটাই এখন অঙ্গীকার।।
হইলামনা হায় ধেনুর রাখাল বেণুর সুর নয় চমৎকার,
হইল না প্রেম সখীর সনে নই আমি প্রেম সমোঝদার,
জল-স্থল-জঙ্গলের সবাই করে বিষম তিরস্কার।
ও তািই “নব বিশ্ব ভবঘুরে হব“ এটাই এখন অঙ্গীকার।।
হই বা না হই কিছুই আমি একটা কথাই পরিস্কার,
সত্য বলব সৎ পথে চলব কে করবে তার সংস্কার,
আমায় আমি চেনার চেষ্টা করেই জীবন করব পার।
ও তাই “নব বিশ্ব ভবঘুরে হব“ এটাই এখন অঙ্গীকার।।
ও তাই একলা চলি একলা বলি লয়েই হৃদয় বিষমভার,
চলার পথে যে যার মতে করুকনা ছাড় বিষোদগার,
কর্ম ছাড়া নাইরে ধর্ম গাজী ইউসুফ কয় এবার।
ও তাই “নব বিশ্ব ভবঘুরে হব“ এটাই এখন অঙ্গীকার।