১৬৩ বার পড়া হয়েছে
গীতিকাব্য
সহজ করে বলতে পার
মেহেদী সালাউদ্দীন
সহজ করে বলতে পার ঘৃণা করি
চোখের আড়াল অমনি আমি হতে পারি
পথের মাঝে পথিক চলে রাত্রিদিন
হৃদয় ছোঁয়া অনেক মায়ায় করেছ ঋণ।
সে স্মৃতি কোন দিনও হবে না মলিন
সুখের নদী যাক শুকিয়ে চিরতরে
তবু আমি চলে যাব অনেক দূরে
বুকে নিয়ে ব্যাথার পাহাড়।
হারানো সে দিনের মাঝে ফিরো না গো
সুখের তরি ডুবতে পারে অনায়াসে
নিঠুর বিদায় কাঁদায় কাঁদাক যতই আমার
তবু,সহজ করে বলতে পার ঘৃণা করি।