গ্রাম তোমাকে ছেড়ে যাচ্ছি
ফেলে যাচ্ছি খড়কুটো ঘাসলতা
একটা সরু নদী হৃদয় সম
পর করে যাচ্ছি প্রাণের বান্ধব
দূরে সরে যাচ্ছে একটা খেলার মাঠ
আর আমার শৈশব নিয়ে খেলতে থাকা
অগণিত সহপাঠী আর খেলার সাথী।
ফেলে যাচ্ছি প্রাণের প্রাণী
কুকুর বিড়াল ছাগল গরু
ফেলে যাচ্ছি একটা গ্রামীণ আকাশ
ফেলে যাচ্ছি কলিজা চিরে ফেললে
যাকে দেখা যাবে – আত্মার আম্মাকে।
ঘুম ঘুমিয়ে গেছে
ঘুম ঘুমিয়ে গেছে রাতের বিছানায়
দিনের কষ্ট ভুলেছে নয়ন
আগামীকালের কষ্টরা দেখা দেয়
চোখের ভেতর, সামান্য গভীরতায়।
হৃদপিণ্ডের ভেতর রক্ত জমাট বাঁধা
পুরনো রক্ত, কৈশোরের রক্ত
সেই রক্ত তরল করলে
দেখতে পাবেন প্রেমিকার ছবি।
একটা মেয়ে বুড়ি হয় না
কৈশোরে গেঁথে আছে
বসন্ত ফুলের মালায়।
ঘুম ঘুম ঘুম ঘুমিয়ে গেছে
এই দুচোখের পাতায়।
১ Comment
Congratulations