গত ০৩/০৯/২২ ইং শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় গাঙচিল উত্তরা শাখার আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী এবং দাদু খান আখতার হোসেনের সংবর্ধনা উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
সভাপতি — বীর মুক্তিযোদ্ধা এ টি এম ফারুক আহমেদ
সভাপতি, গাঙচিল উত্তরা শাখা
প্রধান অতিথি — মোঃ মিজানুর রহমান
অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
এবং সভাপতি, গাঙচিল কেন্দ্রীয় কমিটি
প্রধান আলোচক — গ্রুপ ক্যাপ্টেন ডক্টর ইদ্রিস আলী
মহাসচিব, গাঙচিল কেন্দ্রীয় কমিটি
বিশেষ অতিথি — শিউলি খান
মুখ্য সমন্বয়ক, গাঙচিল কেন্দ্রীয় কমিটি
মুহাম্মদ মাসুম বিল্লাহ
উপদেষ্টা, গাঙচিল কেন্দ্রীয় কমিটি
রবিউল আলম রবি সরকার
প্রতিষ্ঠাতা ও সভাপতি, প্রাচ্য বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ
শাহনাজ খান
কবি, নারীনেত্রী ও সমাজসেবক
আরও উপস্থিত ছিলেন সর্বজনাব ও কবি মো. নূরুল হক, ইসমোতারা মনি, রিয়া মনি, এস এম শহীদুল্লাহ, ওবায়দুল্লাহ, মুজাম্মিল হক, মাহমুদ হোসেন, এস এ কে রেজাউল করিম, জহুরা রহমান প্রভা, জাহাঙ্গীর আলম শাহ নূর, এস কে সাইদুর, সাদেকুল ইসলাম খোকা, কামরুন্নাহার শাপলা, মোস্তাহিদুর রহমান, শামীম মিয়া, শামীমা আক্তার, হারুনুর রশীদ প্রমুখ।
কবি হারুনুর রশীদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীত, নজরুলের কবিতা পাঠ ও আলোচনার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়।
এরপর গাঙচিলের কর্ণধার খান আখতার হোসেনকে সহ অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক ও বিশেষ অতিথিদেরকে ফুলের ডালা দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।
এরপর দাদু খান আখতার হোসেনকে প্রদত্ত মানপত্র পাঠ করেন অনুষ্ঠানের সভাপতি এ টি এম ফারুক আহমেদ।
দাদু খান আখতার হোসেন তার ভারত ভ্রমণের অভিজ্ঞতা, বিভিন্ন সম্মাননা অর্জন ও আতিথেয়তার বর্ণনা করেন। উপস্থিত সকলেই হাততালি দিয়ে অনুভূতি প্রকাশ করেন।
আলোচনা, কবিতা আবৃত্তি ও গানে গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি। সেই সাথে মুখরোচক আপ্যায়ন অনুষ্ঠানকে বাড়তি আমেজ তৈরি করে।