গাঙচিল উত্তরা গণপাঠাগার উদ্বোধন করেন, কবি গ্রুপ ক্যাপ্টেন (অব:) ডক্টর ইদ্রিস আলী, উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট, প্রকাশক কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন) আবুল খায়ের, গাঙচিল-এর প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন’সহ আরো অনেক গুণীজন.
আজ ২৭/০৮/২১ ইং শুক্রবার বিকেলে গাঙচিল উত্তরা গণপাঠাগার উদ্বোধন এবং বঙ্গবন্ধুকে নিবেদিত সাহিত্য-আড্ডা অনুষ্ঠিত হয় গাঙচিল উত্তরা শাখার উদ্যোগে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাঙচিল গণপাঠাগার উত্তরা এর প্রতিষ্ঠাতা এবং গাঙচিল উত্তরা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ফারুক আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান বিশিষ্ট কবি ও দানবীর সৈয়দ আশরাফ আলী ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল কেন্দ্রীয় মহাসচিব বিশিষ্ট কবি গ্রুপ ক্যাপ্টেন (অব:) ডক্টর ইদ্রিস আলী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছন্দের সম্রাট খ্যাত কবি শাহী সবুর।
এছাড়া আরও অতিথিবর্গ হলেন কবি আবু বক্কর সিদ্দিক, কবি সৈয়দ হাফিজুর রহমান, কবি ও সাংবাদিক মাসুম বিল্লাহ, কবি নুরুল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উত্তরা ডিভিশনের সভাপতি কবি মোহাম্মদ লোকমান, কবি নীলকান্ত রায় প্রমুখ।
গাঙচিল এর প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন এর উপস্থিতি ও নির্দেশনায় সভাটি পরিচালনা করেন গাঙচিল উত্তরা শাখার সাধারণ সম্পাদক কবি হারুনুর রশীদ।
প্রথমেই পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শুরুতেই গাঙচিল উত্তরা গণপাঠাগার উদ্বোধন করেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির মহাসচিব কবি গ্রুপ ক্যাপ্টেন ( অব:) ডক্টর ইদ্রিস আলী।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে স্মৃতিচারণ, আলোচনা, কবিতা আবৃত্তি, গান, নাট্যসংলাপ, অভিনয় ইত্যাদি পরিবেশন করেন ইসমত আরা মনি, উম্মে আসমা, জাকির হোসেন, শহীদুল্লাহ কাব্য কথা, আবুল খায়ের (কবি ও কলামিস্ট এবং প্রকাশক কালের প্রতিবিম্ব), আব্দুল আলিম, আবু বকর সিদ্দিক, গাজী মাজহারুল ইসলাম, মনিরুজ্জামান, আর আই সিয়াম , মোমেনা খাতুন, রানী, হাফিজুর রহমান, নীলকান্ত রায়, সাদেকুল ইসলাম, রাসেল শেখ, মোস্তাহিদুর রহমান সহ আরো অনেক কবি সাহিত্যিক। প্রায় অর্ধশতাধিক কবি সাহিত্যিকদের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। অনুষ্ঠান পরিচালনায় কবি হারুনুর রশীদ।