নিজস্ব প্রতিনিধি:
আজ ১৫/০৯/২৩ ইং শুক্রবার, সকাল ১০-০০ টা।
গাঙচিলের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং গাঙচিলদাদু খান আখতার হোসেনের ৬৭ তম জন্মদিন উপলক্ষে সারাবিশ্বব্যাপী কেক কাটা, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে গাঙচিল উত্তরা শাখা কার্যালয়ে।
সভাপতি — বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, গীতিকার, অভিনেতা এ টি এম ফারুক আহমেদ
সভাপতি, গাঙচিল উত্তরা শাখা, ঢাকা।
প্রধান অতিথি এবং দেশব্যাপী কেক কাটা অনুষ্ঠানের উদ্বোধক — বিশিষ্ট কবি ও অতিরিক্ত সচিব (অব.) মিজানুর রহমান
সভাপতি, গাঙচিল কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি — শহিদুল ইসলাম
বিশিষ্ট কবি ও অধ্যক্ষ, সরকারি আদর্শ মহাবিদ্যালয় ঝিনাইগাতী, শেরপুর।
মুহাম্মদ মাসুম বিল্লাহ
বিশিষ্ট কবি ও স্বত্বাধিকারী, ভিন্নমাত্রা মিডিয়া ভিশন।
শাহী সবুর
বিশিষ্ট কবি ও সাধারণ সম্পাদক, গাঙচিল ঢাকা মহানগর
শামসুল হক
বিশিষ্ট কবি ও সংগঠক।
সঞ্চালনা ও পরিচালনা করেন — হারুনুর রশীদ
প্রচার সম্পাদক গাঙচিল কেন্দ্রীয় কমিটি এবং সাধারণ সম্পাদক গাঙচিল উত্তরা শাখা, ঢাকা।
এছাড়াও উপস্থিত ছিলেন সর্বজনাব ও কবি নূরুল হক, সহ-সভাপতি , গাঙচিল উত্তরা শাখা, জেসমীন নূর প্রিয়াংকা, সহ-সভাপতি গাঙচিল উত্তরা শাখা।
আবুল খায়ের (কবি ও কলামিস্ট), জহুরা রহমান প্রভা, ইসমোতারা মণি, খুকুমণি, সাঈদা আজিজ চৌধুরী, মুজাহিদুর রহমান , এম কে সাইদুর, জুবায়ের আহমদ, জুবায়েরুল ইসলাম জীবন, মোস্তাহিদুর রহমান, কামরুন্নাহার, শাহজাদা তালুকদার, মাহমুদুর রহমান, সাদিয়া নওশীন সুমাইয়া, হামিদা ইয়াসমিন, রোজিনা আক্তার, নাসরিন জাহান শিপা, সোহেল রানা, এস এম মাসুদ রানা সহ শতাব্দী কবি ও সাহিত্যিক।
মুহাম্মদ মাসুম বিল্লাহর কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর ইসমোতারা মণির কণ্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এরপর ক্রমে ক্রমে কবিতা পাঠ, আলোচনা, গান ও হাসি-আনন্দে অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি গাঙচিল কেন্দ্রীয় কমিটির সভাপতি, কবি ও অতিরিক্ত সচিব (অব.) মিজানুর রহমান মহোদয় তার বক্তব্যে গাঙচিল ও দাদু খান আখতার হোসেনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। তিনি বলেন বাংলাদেশের সর্বত্রই গাঙচিলের শাখা আছে।
এছাড়াও বাংলাদেশের বাইরে মোট ২৭ টি দেশে গাঙচিলের শাখা সক্রিয় বিদ্যমান। আমাদের দেশ তথা বাংলা ভাষার সাহিত্য-চর্চায় গাঙচিল অনন্য ভূমিকা পালন করে আসছে। দেশে-বিদেশে এখন গাঙচিলের জয় জয়কার। সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে সুস্থ সাহিত্যচর্চা অনস্বীকার্য। গাঙচিল এবং গাঙচিলদাদু খান আখতার হোসেনের সমৃদ্ধি কামনা করেন। কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি গাঙচিল উত্তরা শাখায় কেক কাটার মাধ্যমে সারাবিশ্বে কেক কাটা ও সাহিত্য-সংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করেন।