৩১৮ বার পড়া হয়েছে
গাইছি জয়ো গান
নূরুল ইসলাম নূরচান
তোমরা আমার ভাই
তোমরাই আমার প্রাণ
তোমাদের গুণ নিয়েই
গাইছি জয়ো গান।
কৃষক ফলান শস্য ফসল
বাঁচায় মোদের প্রাণ
তাই একতারা, দোতারায়
শুনি রকমারি গান।
কামার, কুমার, জেলে
বাংলার প্রাণ কিষান
তাই তোমাদের নিয়ে
করে শিল্পীরা গান।