গতরাত
তসলিমা হাসান
গতরাতটা ভীষণ নির্ঘুম ছিল
কোনো এক অজানা দুঃখে,
কোনো এক অযাচিত মৌনতায়,
অথবা কোনো ছন্দপতন বিষণ্ণতায় !
গতরাতটা ভীষণ তারাহীন নিকষ অন্ধকারাচ্ছন্ন ছিল
বাতাসে কান্নাদের ঝিরঝির শব্দের মাতম ছিল,
ভীষণ বঞ্চনার সাগরের নিশ্চুপ চিৎকারের অনুরণনে
বৃষ্টিস্নাত আঁখিতে যেন ধ্রুবতারার প্রস্থানে ব্যথাতুর ছিল!
গতরাতটা দুঃসহ আবেগীসর্বনেশে ছিল
ভালোবাসা সব কবরের মাটির মতো ঝুরঝুরে,
চাওয়া পাওয়াহীন প্রেতাত্মার উদগ্র আকাঙ্খার,
অভিমানী নিশ্চুপ ভয়ংকরশান্ত প্রতিবাদী ছিল!
গতরাতটা আমার বোধের সংহারকারী
নিশ্ছিদ্র আক্রমণকারীর নিশানা হয়ে এসেছিলো,
বাকপটু বাক্যরা সব নিহত হয়ে রক্তস্নাত
অমানিশার ভৌতিক আতঙ্কে মৃত শবদের নৃত্যাঞ্চলে মত্ত ছিল !
তসলিমা হাসান
কানাডা,২-০৮-২০২৩