২৩২ বার পড়া হয়েছে
সুচিতা তোমায়
খায়রুল ইসলাম মামুন
আমার বুকের গভীরে হৃৎপিন্ড
তার অলিন্দে গোলাপ বাগান
গোলাপের ভিতর যখন তোমাকে হাটতে দেখি
গোলাপ চোখে পড়ে না।
আজ তোমার দেহে নকশি কাঁথার কারুকাজ
দুগালে জুলিয়েট গোলাপ
ঠোঁটে মোনালিসার হাসি
দুচোখে সুগভীর ম্যারিয়ানা।
যদি স্প্লিন্টারে ক্ষত বিক্ষত হয় দেহ
এসিডে বিদগ্ধ হয় মুখ , ভয় নেই-
দেখবো আগের মতোই, হৃদয় দিয়ে-
তোমাকেতো চোখ দিয়ে দেখি না।
২ Comments
onek onek sundor lekha
Thanks a lot.