কবিতা:
হজমহীন কষ্টগুলো
মনের মাঝে কিসের আগুন
জানলো নাতো কেউ,
কষ্টগুলো উথলে উঠে
বইছে দুঃখের ঢেউ।
সুখপাখিটা পালিয়ে গেলো
আমায় ফেলে একা,
কষ্টজলে মরছি ডুবে
পাই না সুখের দেখা।
কষ্টগুলো হয় না হজম
আটকে থাকে গলায়,
দুঃখকাঁটা বুকে নিয়ে
কষ্ট ভীষণ চলায়।
জীবন আমার মোমের মতো
একলা একলা পোড়া,
বন্ধুবিহীন কষ্টে আছি
নেইতো আমার জোড়া।
“ম” আতঙ্ক
শেষ বিকেলের মিঠে রোদ,
আমায় আর আগের মতো স্পর্শ করে না।
তবুও আমি বিমর্ষ মন নিয়ে ছাদে উঠি।
সূর্য ডুবতে দেখেই আমার কান্নারা উথলে ওঠে।
ভয়ে মুষড়ে পড়ি আমি।
সূর্য ডুবলেই আমার চারপাশটা অন্ধকারে ছেঁয়ে যায়।
নিকষ কালো আঁধার আমায় গিলে খায়।
“ম” আতঙ্ক আমায়
গ্রাস করে অক্টোপাসের মতো।
রাতের আঁধারের সাথে সাথে
বদলে যায় মানুষটা।জগতের সব লোভাতুর “ম”
তাকে আকৃষ্ট করে।
“ম”বেষ্টিত মানুষটা চরম হিংস্র হয়ে ওঠে।
অনেকটা মাতাল বাস ড্রাইভারেরর মতো।
যখন তখন যে কাউকে পিষে মারতে পারে
অবলীলায়।