১৮৮ বার পড়া হয়েছে
হৃদয়ের বেদনা
–/খন্দকার সানজিদা আলম (কথা)
এক বুক বিশ্বাস নিয়ে
তোমায় ভালোবাসি।।
বুকে আজো বাঁজে আমার
শত দুখেরও বাঁশী।।
তোমায় কাছে না পাওয়ার বেদনা
আমিই শুধু জানি।।
এক পলক দেখলেই তোমায়
ঝরে চোখের পানি।।
আজও নয়ন ভরে তোমায়
দেখতে ইচ্ছে করে।।
একঝলক তোমায় দেখে
কষ্ট দ্বিগুণ বাড়ে।।
ভাবতে পারি না আমার জীবন
এই তুমি ছাড়া।।
তুমি ছাড়া বয়ে চলে
বৃষ্টির ও ধারা।।
আমার সবকিছুরই পূর্ণতা
শুধুই যে তুমি।।
তোমায় ছাড়া বড়ই নিঃস্ব
একলা এই আমি।।
সত্যি যদি জানতে তুমি
ভালোবাসি কত।।
তবেই তুমি আমায় নিয়ে
ভাবতে আমার মত।।