১৭২ বার পড়া হয়েছে
ক্লান্ত একটি নদী
জেবুন্নেছা সুইটি
পাহাড়ের কান্নায়…
ঝর্ণা ছুটে নদীর বুকে।
পাহাড়ি জলপ্রবাহ…
ভিজিয়ে দেয় নদীকে!
সাগরের বুকে উথাল পাথাল!
ঢেউয়ের পরে ঢেউ!
নদীকে অসহায় রেখে,
সাগর ছুটে চলে!
সাগরের উতলা ঢেউ
নদীকে কাঁদায়।
কতো রকম খেলা
এই পৃথিবীর বুকে?
কখনও পাহাড়ি জলপ্রবাহ
বৃষ্টির সান্নিধ্যে স্নানে মাতাল!
কখনও পিপাসায় নদী কাতর!
কখনও আবার পাহাড়ি পথ
ফসলি জমি ফেটে চৌচির!
আমি ও প্রকৃতির মতোই
উষ্ণতায় সাগরের সন্ধানে ব্যাকুল..
পথ হারা ক্লান্ত নদী।
সাগরের দিকে চেয়ে থাকি
পিপাসায় কাতর শুকিয়ে থাকা
আধ মরা নদী।
২ Comments
congratulations
অসাধারণ লেখনী