সংগোপনে
ক্যামেলিয়া আহমেদ
আলোটি নিভিয়ে ভালোই করেছো,আর
কোন বৈচিত্র্য নেই এখানে!
অন্ধকার আস্তরণে সময় নিথর
অসম্ভব আকাঙ্ক্ষা এখন অনিশ্চয়তার অন্বেষণে
কল্পনাগুলোর যে উন্মানা ছিলো
তা ঢুকে গিয়েছে শহরের পথে কংক্রিটের ভাঁজে-
এখন ভালোলাগে নির্জন রাজপথ
স্তব্ধতার পরশে সে পথ হেঁটে যাবো নিশ্চয়তায়-
অতীতের জন্য কোন মনস্তাপ থাকলো না!
সঙ্গীবিহীন সহযাত্রী নিস্তাপ রাত্রী, আর
অন্ধকারের পঙক্তি
চিত্রায়িত হবে কবিতার ছলে না বলা কথারা-
যে ভাবনা রাত জাগায় দুই প্রহর
সে শব্দগুলো ছড়িয়ে দিলাম অন্ধকার উঠোনে
যদি প্রয়োজন হয়
কুড়িয়ে নিও কোন জ্যোৎস্না পেলে-
পেছনের সময় থাকলো পথের চিত্রে
এখানে আর কোন বৈচিত্র্য খুঁজো না !
ইতিকথারা অদৃশ্য হয়ে গেছে সংগোপনে !
৩ Comments
সংগোপনে কবিতাটি দারূণ লেগেছে।কবিকে অশেষ ধন্যবাদ এবং শুভকামনা।
ভালো কবিতা। আমাদের পণ সংগোপন।
সুন্দর কবিতা। সবচেয়ে কারুকাজে মুগ্ধতা।