কেউ একা হয় কেউ অনেকের মাঝেও একা
রানা মাসুদ
নীলাম্বরী বলো কি দোষ আমার?
যখন ফুটেছিল হিজল তখন পাইনি আলো
যখন জ্বলেছিল দীপ প্রদীপ ছাড়া উনুনে
তখন তো শব্দের বর্ণিল মালা বুকের অনলে
অথবা প্রেমের অনিরুদ্ধ শব্দ হয়েছিল চাষ।
একদা একলা ছিল পথচলা গহীনের পানে
দু হাত ছিল প্রসারিত আমৃত্যুর আলিঙ্গনে
ছিল মৃদুলা চঞ্চল কল্লোল কাকলিতে ভরা
ভবিষ্যত সেও ছিল একাকী মসৃণ তটরেখা
নদী ছিল জল ছিল তেপান্তর ছিল আমাদের
ছিল ভয় রাক্ষস দৈত্য দানবের, হলো কাল।
দৈত্য এলো না এলো ঝড় বৈশাখী অথবা মনশাখী,
মনের বাঘে খেয়ে গেল গোলা ভরা ফসল তখন;
তারপর যা হবার তাই হলো চৈত্র ছেড়ে বসন্ত এলো।
বসন্ত সব পত্রপল্লবিত নয় কখনও আষাঢ়ের ক্রন্দন
এভাবেই দিনান্তের পঞ্জি ঘুরে নতুন সমতটের দর্শন
কেউ একা হয় কেউ অনেকের মাঝে থেকেও একা।
নিলাম্বরী বলো কী দোষ আমার?
যে দৃশ্য এঁকে গেছেন পিকাসো অথবা ভ্যান গগ,
যে রঙের পরতে আঁকা অন্তর দহনের লাল, নীল;
যে দৃশ্য দেখে আপ্লুত অথবা ঈর্ষান্বিত অন্তরভূমি
চোখ সব দেখে না চোখের বাইরেও থাকে কিছু,
সে দৃশ্য দেখে মনের চোখ অন্তর দর্শন বলি তাকে
সব রঙ রঙিন না, সাদা- কালো আছে তার পরতে
সব হাত বন্দি না বন্দি হাতেও থাকে মুক্তির আনন্দ।
১ Comment
Congratulations