১২৩ বার পড়া হয়েছে
ভব’এতে ‘ভাব’এর ‘অভাব
কৃষিবিদ মীর মোঃ মুনিরুজ্জামান
‘ভব’এতে ‘ভাব’এর ‘অভাব’এ ‘স্বভাব’,
আবেগ স্তিমিত হয়ে থাকে,
ক্ষমতার দাপটে ক্ষমা ভুলে
খামের আলোয় খেমটা নাচে লোকে!
‘নন্দন কানন’এ ‘নন্দিত জীবন’
দুঃসহ হয় যে ‘নন্দিনী’ ছাড়া,
‘সুখ’এর আতিশয্যে ‘সুখী’ বিনে
সখা রয় ‘অসুখ’এ পাগলপাড়া!!
১ Comment
অসাধারণ।