১৯২ বার পড়া হয়েছে
সনেট (পেত্রার্কীয় রীতি)
কৃশ নহে সেব আত্মা
মো: ইসহাক মিয়া
ভবে যত মায়া নহে কিছুই কায়ায়,
পাপ পুণ্য ফল তাও নাহি সে ভোগিবে।
কিসের লাগিয়া এত যত্ন করো তবে?
হৃদে ভেবে দেখো মিছে ডুবছো মায়ায়।
তনুর কদর করে পাপ দরিয়ায়,
মন মনোয়ারা তোর যাইতেছে ডুবে।
কৃশ নহে কিছু এই জরাজীর্ণ ভবে,
জ্ঞানে বুঝে সেব আত্মা এই দুনিয়ায়।
পঞ্চ ইন্দ্রিয় রাখিয়া সদায় সজাগ,
আল্লাহর ইবাদতে থাকো মগ্ন তুমি।
দম তব ষষ্ঠ রিপু লোভ হিংসা রাগ,
অনুক্ষণ পড়ো কল্বে জিকির না থামি।
ফুটাও ফুল শাখার নব অগ্রভাগ
পুষ্ট করো আত্মা করে খুশি অন্তর্যামী।