২০১ বার পড়া হয়েছে
কৃতকর্ম
মোহাম্মদ শাহানুর ইসলাম
বানের জলে ভাসছে মানুষ
হাসছে গোপাল গং
নূহের প্লাবন দেখেও তারা
ছাড়ছে না তো ভং।
ভাসছে বাড়ি, ভাসছে গাড়ি
ভাসছে গাছপালা
সঙয়ের রাজার ঢংয়ের নাচন
ভানুমতির খেলা।
ভাসছে নারী, ভাসছে শিশু
ভাসছে পশুপাখি
দু’চোখ বেয়ে বন্যা নামে
দুঃখ বুকে রাখি।
ভাসছে বৃদ্ধ হয়নি শ্রাদ্ধ
নাইরে শ্মশান ঘাট
ভেসে গেছে বসত ভিটা
নাইরে থাকার খাট।
ভাসছে মন্দির, ভাসছে মসজিদ
ভাসছে মানব ধর্ম
গ্রন্থ বন্দি মানবতা
দেখছি কৃতকর্ম।
২১.০৬ ২২ খ্রি.
১ Comment
very nice rhymes; congratulations