১৯৫ বার পড়া হয়েছে
কুমারী ও কালচার
জাহিদ হোসেন
নিস্তব্ধতার নিরিখে নিস্পাপ নয় নন্দিত নিসর্গ
পানীয় ভেবে প্রতিদিন পান করি নিরাপদ জ্যোৎস্না
কত রাত ভেঙে এনেছি চন্দ্রালোকের কনকপদ্ম
কিশোরী কাশফুল…
মেঘের মতো পাখিরাও সীমানা বোঝে না
বোঝে না তো কাঁটাতার
হৃদয়ও তেমন ভিসাহীন প্রেম
কুমারী ও কালচার।
মেঘেদের উৎপাতে ভাঙে ঘুমদুপুর
সভ্যতার নিস্পাপ শ্লোগানে প্রণয়ের ব্যস্ত আয়োজন
ঘাসফড়িং প্রজাপতি প্যানেলে মিছিল-কথোপকথন,
রিনিঝিনি বাজে পদ্মপুকুরে জলনূপুর।
১ Comment
Congratulations