বর্ষা মানে রহমত
ষড় ঋতূর বাংলাদেশে বর্ষা যখন এসেই যায়
বৃষ্টি ভেজা ফলের ঘ্রাণে জ্বীভে জল রাখা দায়।
বর্ষাকালে জল নুপুরে খোলসে পুঁটির কলরব
বর্ষা মানে গায়েন কবি’র কাব্য নিয়ে উৎসব।
টিনের চালে পড়লে বারিষ রিমঝিম ছন্দ হয়
ফুটো চালে পড়লে বারিষ লাগে বড় বিষাদময়।
গান কবিতার পাতা দিয়ে বুনে দিবো ফুটো চাল
আমার মত তারাও যেনো ভালো থাকে বর্ষাকাল।
কাঁদা মাটির কবি হৃদয় বারিষ লেগে ভিজে যাক
কদম তলে কবির মেলা কাব্য লিখায় ডুবে থাক ।
বর্ষাকালীন বসুন্ধরা যেই প্রভূ করেন দান
কবির কলম প্রকাশ করে সেই প্রভূর গুনগান।
বারিষ ঢেলে গাছের পাতা প্রভূ যেমন ধুয়ে দাও
তেমনি করে জমিন থেকে আপদ বালা তুলে নাও।
বারিষ ঢেলে পুষ্ট করো রুষ্ট ধরার মাটির বুক
তেমনি করে দাও ফিরে হারিয়ে ফেলা মনের সুখ।
বর্ষা এলে আকাশ কাঁদে এটাই যদি সত্য হয়
কেমনে তবে নীল গগণে মেঘের ভেলা ভেসে রয়!
বর্ষা মোটেই প্রাকৃতিক নয় বর্ষা হলো রহমত
সৃষ্টির উপর মহান স্রস্টার সন্তুষ্টির নিয়ামত।
কুতুবউদ্দিন, দাম্মাম, সৌদি আরব।
১ Comment
আলহামদুলিল্লাহ, কালেরপ্রতিবিম্ব প্রকাশনা ও সম্পাদনা পরিবারকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ‘বর্ষা মানে রহমত ‘ কবিতাটি প্রিয় অনলাইন ম্যাগাজিন কালের প্রতিবিম্বে প্রকাশ করায়। পাশাপাশি কাব্য প্রেমিক প্রিয়
পাঠকদের পরামর্শ এবং দোয়া কামনা চাই।
সবার জন্য শুভকামনা।