২৫৫ বার পড়া হয়েছে
কি জানি কি হয়
সাবিনা সিদ্দিকী শিবা
কি হতে কি হবে আজ,
বুঝতেছিনা কিছু।
একটা বল নিয়ে ছুটবে,
বাইশ জন পিছু।
কেউ দৌঁড়াবে হালকা মুডে,
কেউ ক্ষিপ্ত পায়ে।
বলটা যেন ছুটে গিয়ে,
লাগে নেটের গায়ে।
পরান ধুকপুক করতে থাকবে,
প্রতি দলের ভক্তের।
নিজের দলের গোল হলে,
নাচন দেখবো রক্তের।
জিতে গিয়ে কেউ লাফায়,
কারও চোখে জল।
কোন কোন দল জিতে,
হারে কার কার দল।
হারুক জিতুত,যা করুক,
হাসি মুখেই মানবো।
এটা কেবল খেলার হারজিত,
এটাই সবাই জানবো।
দল যার যার আনন্দ সবার,
নয় ভেদাভেদ তবে।
ঝগড়াঝাটি করে জয়,
কে পেয়েছে কবে?
কি জানি কি হয়,
লাগছে ভীষণ ভয়।
আজ জানি কোন কোন দলে,
পায় যে জয়,,,,