বাস্তবাদী কবি আবুল খায়ের এর কিশোর গল্প: সোনালি সোপান এর বই আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত:
গতকাল ১০ নভেম্বর ২০২২ তারিখ রোজ: বৃহস্পতিবার, সময়: বিকেল ৪ টা, মুক্ত পাঠাগার-এর আয়োজনে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাজিরহাট বাজারে অনুষ্ঠিত হয়। বই আলোচনায় লিখিত প্রবন্ধ পাঠ ও বিস্তারিত আলোচনা করেন কবি ও ঔপন্যাসিক অধ্যাপক শীরীন আক্তার। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা, পাঠাগারের নিয়মিত পাঠক ও সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক, প্রকাশক, কলামিস্ট, শিশুসাহিত্যিক ও বাস্তববাদী কবি আবুল খায়ের।
বিজয়ী যারা:
সর্বোচ্চ বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ী:
০১। মো. আবদুল্যাহ জিসান।
০২। মো. ইসমাইল হোসেন তুহিন।
কুইজ বিজয়ী:
০১। জান্নাতুল মাওয়া
০২। মো. কাজি আশরাফুল ইসলাম (আসফি)
০৩। ইহতিমাম ইবনে ইকবাল
সান্ত্বনা পুরস্কার:
০১। নূর মোহাম্মদ চৌধুরী
০২। নুর নাহার আক্তার প্রিয়া
০৩। ইয়াসিন আরাফাত
০৪। ইরতিজা বিনতে ইকবাল
০৫। সাদিকুন নাহার লামিয়া
০৬। ইসমাইল হোসেন তুহিন
সকল বিজয়েরদের হাতে পুরস্কার তুলে দেন কবি ও ঔপন্যাসিক অধ্যাপক শীরীন আক্তার।
আলোচকগণ নিয়মিত বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। পড়া লেখার পাশাপাশি লেখালেখি ও ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা পেতে এখই ভবিষৎ পরিকল্পনা অনুযায়ী কাজ করতে উৎসাহিত করা হয়।
সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠান সঞ্চালনায়: আব্দুল্যাহ ইবনে সাজিদ (তাহমিদ)