২৪৬ বার পড়া হয়েছে
কিশোর কালের স্মৃতি
বি এম মোহসীন
(০১.১১.২০২১)
কে কে যাবি শহর ছেড়ে
শৈশবের সেই গাঁয়
যেথায় বসে দুধ খাওয়াতো
জনম দুঃখী মায়।
দাঁড়িয়াবাঁধা গোল্লাছুট
নানান রঙের খেলা
কেটেছিল দুরন্ত কাল
সেই কিশোর বেলা।
খালে বিলে পুকুর জলে
ঝাপ দিয়েছি কত
বিলের জলে শাপলা তোলার
স্মৃতি শত শত
মগডাল থেকে পাকা আমটা
গাছে বসে খাওয়া
স্কুল থেকে ফেরার পথে
সদলবলে নাওয়া।
জৈষ্ঠ্যমাসে আম কুড়ানো
কাল বৈশাখীর ঝড়ে
কিশোর কালের সেসব স্মৃতি
এখন মনে পড়ে।