১৭৫ বার পড়া হয়েছে
কাল বৈশাখী
বিজন বেপারী
ঈশান কোণে কালো মেঘে
যেই দিয়েছে ডাক,
ছুটছে সবে আপন নীড়ে
উড়ছে পাতিকাক।
দমকা হাওয়ায় ধুলোবালি
উড়িয়ে নিয়ে যায়,
খোকা-খুকি ভয়ে ভয়ে
বাহির পানে চায়।
হালের বলদ কাঁদছে মাঠে
ছুটছে চাষী ভাই,
হাঁটুরে এক ছুটছে সেও
কোথায় পাবে ঠাঁই?
কাল বৈশাখী ঝড় তুফানে
আসে বিপদ ডেকে,
তাইতো বলি ধৈর্য রাখি
সাবধানে ভাই থেকে।