১৪৭ বার পড়া হয়েছে
কালো ছায়া
মো: আবু সুফিয়ান
মেঘের ধারেই বৃষ্টি পড়ে
কালো ছায়ার খেলা!
ওরাই মোদের কষ্ট দিচ্ছে
রাখছেনা আর ভালা।
মানুষ রুপি চারপায়া ওরা
জাহেলিয়াত দিয়েছে ভরে।
দুনিয়ার মধ্যে বোমাবাজী
ওরাই দেখি যাচ্ছে করে।
নোংরামী আর অপসংস্কৃতি
সংস্কৃতি কেমনে হয়!
অপসংস্কৃতির অন্ধকারে
ডুবছে সারা বিশ্বময়।
টাকার লোভে পাপে লিপ্ত
নেশাখোর গেছে বেড়ে।
চতুর দিকে শুধুই অসংগতি
বন্যদেরকেও গেছে ছেড়ে!
আশরাফুল মাখলুকাতের
আজ কঠিন পরিণতি।
শেষ জামানায় ফিরে এসেছে
তবু্ও করছে দুর্নীতি।
বোমা বাজী চাই না মোরা
বিশ্বে আসুক মুক্তি।
কালো ছায়া বন্ধ করে দাও
বুকে রাখতে হবে শক্তি।