১৭৭ বার পড়া হয়েছে
কালের প্রতিবিম্ব, ঈদুল ফিতর সংখ্যা:
কালের প্রতিবিম্ব, ঈদুল ফিতর সংখ্যা-২০২১-এর ব্যাপক সাফল্যের পরে এবং পাঠক চাহিদার কথা বিবেচনায় রেখে ঈদুল আজহা সংখ্যার কাজ হাতে নেয়া হয়।
তারই ধারাবাহিকতায় ঈদুল আজহা সংখ্যার-২০২১ বের করার কাজ শেষ করে পাঠকের হাতে তুলে দেয়ার প্রাণান্ত চেষ্টার এক সফল প্রয়াস কালের প্রতিবিম্ব, ‘ঈদুল আজহা সংখ্যা’ এখন বাজারে…
সকলের কাছে দোআ ও সহযোগিতা কামনা.