কালজয়ী পুরুষ
(মোঃ সাইদুল ইসলাম)
কিছু মানুষ আছেন কালজয়ী; সকল মানুষের সেরা,
কালোত্তীর্ণ মহাপুরুষ, ধরণীর চির স্মরণীয় তাঁরা।
এ সকল মানব যুগে যুগে আসেন কদাচিৎ এ ধরায়,
নিজেকে উৎসর্গ করেন মানুষের সেবায়।
কেহ আসেন শান্তির বার্তা নিয়ে এ জগতের ‘পরে,
কেহ রচেন গ্রন্থ, মহাগ্রন্থ, মানবের তরে।
কেহ হন দানবীর, আবার কেহবা রণে মহাবীর
কেহ করেন আবিস্কার সুন্দর নতুন পৃথিবীর।
কেহ গড়েন রাষ্ট্র, কেহ আনেন রাষ্ট্রের স্বাধীনতা,
কেহ দেন মুক্তি, ভেঙে দেন শৃংখল পরাধীনতা।
কেহ আবার গেয়ে যান মহা সাম্যের গান,
মানুষে মানুষে নেই ভেদাভেদ, সবাই সমান।
কেহ ঘোষেন মহাসমাবেশে মুক্তির বাণী,
ছুটে আসেন জনতা সেই ডাক শুনি।
আমাদের গৌরব, আমাদের এই দেশ,
যাঁর ডাকে স্বাধীনতা পেল অবশেষ।
বাঙালি জাতির পিতা “বঙ্গবন্ধু“ যাঁর নাম,
আমাদেরই মহান নেতা শেখ মুজিবুর রহমান।
২ Comments
very good job; Congratulations.
Outstanding poem. Congratulations.