মান
আর কখনও গুনবো না দিন
বলব না হয়নি দেখা কতকাল…
হাঁটবে না পাশাপাশি,
আঙুলে আঙুল ছু্য়ে কইব না কথা
বসবো না মুখোমুখি
মুছবো না, তোর লেপ্টে যাওয়া কাজল।
আর কখনও চাইবো না তোর মুখপানে,
হোক বাঁকা তোর টিপ
ঠিক করে দেবো না আর…
নিজেকে গুটিয়ে রাখব অভিমানে।
কষ্টগুলো জমিয়ে রাখব
খুব যতনে হৃদ গহীনে।
আর কখনও করবো না অভিযেগ
দেখে নিস, বৃষ্টি হলেও
জেদ করবো না ভিজবার…
বলবো না আর
কতকাল ভিজিনি তোর ভালোবাসার বৃষ্টিতে,
রাখবে না চোখ তোর অভিমানী দৃষ্টিতে।
আর কখনও ঘুম ভাঙিয়ে বলবো না, ভালোবাসি
হাতে হাতে রেখে বলবো না,
আমরণ থাকবো পাশাপাশি…
একদিন তোকে মুক্তি দেবো, ডানা পাবি উড়বার।
আর কখনও অজুহাত সাজাব না
তোকে অষ্টেপৃষ্ঠে বাঁধবার…
হৃদ পটে সংগোপনে জিইয়ে রাখবে, ব্যথার পাহাড়।
মন বুঝলে না
যারা হৃদয়ের খুব কাছাকাছি থাকে
তারা থেকেই যায়…
শুধু সময়ের স্রোতে হারিয়ে যায় মানুষটা!
রেখে যায় হাজারও স্মৃতি…
স্মৃতিগুলো বিদ্ধস্ত করে, কুড়ে কুড়ে খায়।
হায়…, চলেই যদি যাবে তবে স্মৃতিগুলো কেন ফেলে গেলে?
কেন নিঃচিহ্ন করে গেলে না, ধুয়ে মুছে
সাথে নিয়ে গেলে না স্মৃতিগুলোকে…!
স্মৃতিগুলো যে বড্ড কাঁদায়, ডুবায়, ক্ষত বিক্ষত করে,
তোলপাড় করে, নিঃশেষ করে কেবলি!
স্মৃতিগুলো রেখে গেছ, যেন আমায় পুড়িয়ে পুড়িয়ে অঙার করে…
অথচ যাবার বেলা ঠিকই, আমার আনন্দ, হাসি গান
সবটা কুড়িয়ে নিয়ে গেলে আঁজলা ভরে!
জানো, আমার জীবনে আনন্দ হাসি বলতে আর কিছুই নেই…
তবু, তোমার নামেই সিঁদূর পরি,
দেবতার আসনে আজও তোমার ঠাঁই
তোমার নামেই সাজাই পূজোর নৈবদ্য।
কপালের টিপটা প্রাতের সূর্যরের মত
একটু একটু করে দীপ্তিময় হয়, উজ্জ্বলতা ছড়ায়
সেও তোমারি নামে…
এই যে, পূজো, নৈবদ্য আর হৃদয় জুড়ে তুমি
এতকিছু নিলে, মন বুঝলে না…
হায়… এতকিছু নিলে, মন বুঝলে না!
২ Comments
Congratulations
কবি সবসময়ই খুব সুন্দর সুন্দর কবিতা লেখেন।
প্রথম আলোয় প্রকাশিত কবিতা দুটো _ হৃদয় ছুঁয়েছে!
কবিতায় কবি প্রতিভা প্রকট হয়েছে।
আমি তাঁর শুভাকাঙ্ক্ষী হিসেবে তাঁর কবিপ্রতিভার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।