১৩৯ বার পড়া হয়েছে
সোনালি বিকেল
কামরুন নাহার
অবশেষে তোমাকে দেখার প্রতীক্ষায়
একটি সোনালি বিকেল আমায় দিলে উপহার।
ভাবনাগুলো আমায় নিয়ে যায় দূর-দূরান্ত রে,
আমি আজও তোমারি প্রতীক্ষায় নিজেকে লুকিয়ে রেখে দিনের-পর-দিন যুদ্ধক্ষেত্র তৈরি করেছি।
ভালোবাসার এক নিবিড় বন্ধনে আমায় রেখেছো বাহুডোরে প্রতিনিয়ত তোমারি অনুভূতিতে।
সত্য সুন্দরের মাঝে আমি তোমায় সাজিয়ে রেখেছি
ভালোবাসার এক রঙিন স্বপ্ন নিয়ে।
আজও আমি ভাবি শুধু তোমার আমার স্বপ্নগুলো
যে মমতায় তুমি আমায় আপন করেছিলে
আজ ও আমি তোমার সান্নিধ্যে মিশে আাছি।
১ Comment
good; very good response. congratulations.