খোঁজ
কামরুন্নাহার
মুখে মধু অন্তরে বিষ চেনার উপায় নাই,
বলতে পারেন সত্যিকারের মানুষ কোথায় পাই ?
বিজ্ঞানে আর আবিষ্কারে শীর্ষে হলো ঠাঁই,
মুখোশধারী বেইমান চেনার এমন আবিষ্কারক নাই।
ছলাকলা মেকি হাসি হাসতে ছুটে যাই,
কোথায় গেলে সত্যিকারের হাসির খোরাক পাই ?
ভালো থাকার লড়াই করে মনুষ্যত্ব পুড়ে ছাই,
সত্যবাদি আর বিশ্বস্থ মানুষ কোথায় গেলে পাই ?
স্বপ্ন নিয়ে বেচাকেনা কোন বিশ্রাম নাই,
ভেজাল মুক্ত মানব গুলো ভাই কোথায় পাই ?
ধুঁকছে মানুষ হা-হুতাশে দিন নেই রাত নাই,
কোথায় গেলে হতাশা মুক্ত জীবন খুঁজে পাই ?
লিখতে পারি হাবিজাবি পাতায় ভরাট ভাই,
হৃদয় দিয়ে ভাববে এমন ভাবুক কোথায় পাই ?
মনুষ্যত্ব বিলুপ্তির পথে কেউ কোথাও নাই,
মুখে মধু অন্তরে বিষ চেনার উপায় নাই।