ভালোবাসা ভালোবাসো
কানিজ ফাতেমা খুশী
ভালোবাসা ভালোবাসো!
অকৃপণ উদারতা খুঁজো না,
তাহলে ভালোবাসা তার মূল হারাবে।
শুদ্ধতার কোনো উদারতা নেই; আছে সীমাবদ্ধতা |
হোক সে ভালোবাসা হৃদয় অন্তগহিনের;
হোক সে ভালোবাসা অখণ্ড নির্লিপ্ততার;
হোক সে ভালোবাসা হৃদয়ের একান্ত ভালোলাগার;
হোক সে ভালোবাসা উড়ন্ত কোনো এলোমেলো ভাবনার;
ভালোবাসা তো ভালোবাসাই —
ভালোবাসাকে মনেপ্রাণে ভালোবাসো।
ভালোবাসাকে ভালবাসলে, অবধারিত ভালোবাসা পাবে।
ভালোবাসাকে ভালবাসলে অবলীলায় ভালোবাসা আসে।
ভালোবাসাকে ভালোবাসা দিলে অকৃপণ জগৎ হাসে।
ভালোবাসাকে ভালোবাসা দিলে জীবন পূর্ণতা পায়।
ভালোবাসাকে ভালবাসলেই—
জীবননদীতে খলবলিয়ে ঢেউ ওঠে।
খরস্রোতা নদী আনন্দে ফাঁপে!
অতএব — ভালোবাসাকে নির্দ্বিধায় ভালোবাসো!
অন্তর সমৃদ্ধ করো, লিখিত অলিখিত খুঁজো না!
হৃদয়ে আপনা হতেই পিরামিড স্থাপিত হবে;
যদি ভালোবাসাকে সত্যিকারের ভালবাসতে জানো।
সুতরাং, ভালোবাসা ভালোবাসা!
———০০০০———