মেঘের আমন্ত্রণ
হোসনে আরা জেমী
এ শহর ভিজে গেছে মেঘার্ত আকাশের কান্নায়;
শ্রাবণে ভিজে গেছি আমি, ভিজে গেছো তুমি;
ভিজে গেছে আমার উদাসী জানালা।
কেউ কারো হয় না, সময় যেমন ধরে রাখা যায় না;
আমিও হতে পারিনি সময়ের;
দিনশেষে আমিও হতে পারিনি আমার, তার কিংবা আমাদের!
দমকা হাওয়ার রাতগুলো শব্দাহত
ঝড়ো হাওয়ায় বিচ্ছেদের সুরে বাজে বিষাদ।
অবসন্নতা সংকোচে সিঁধকাটে আপন আলয়ে
সন্ধ্যার মুহূর্ত হারিয়ে গেছে হাতের ফাঁকে।
সময়ের নাম দিয়েছিলো ‘সময়’
ঘড়ির কাটার টিকটকে
সময় হতে পারেনি আমার, না আমি সময়ের।
শুধু ছায়া, ঝরাপাতা বলে দেয় স্মৃতিকথা।
ফেলা আসা জীবনের বাঁকে মুছে যায় অহেতু স্মৃতি।
শীত ফেলে বসন্ত, শরৎ নাকি হেমন্ত কিছুই মনে থাকে না;
মনে থাকে না এই শহর কোন পাখিদের!
জানালাজুড়ে দমকা হাওয়া, বৃষ্টিছটা ভিজিয়ে দেয় সবুজের গালিচা;
আমি দাঁড়িয়ে থাকি মেঘ বুকে ধরে;
ছায়া ও সঙ্গীহীন; ভিজে যাই হৃদয়ের শ্রাবণধারায়।
তুমি একবার ডাক দিও আমাকে
যদি অসময়ে বৃষ্টি নামে তোমার পাড়ায়।
__________________
জেমী/টরন্টো/আগষ্ট ০৯, ২০২১
১ Comment
Good