“ভালোবাসা মানে”
ভালোবাসা মানে তোমাকে নিয়ে চিন্তার মেঘে ঢাকা
ভালোবাসা মানে তোমার বুকে মাথা রেখে একটু জড়িয়ে থাকা !
ভালোবাসা মানে তোমার সাথে দুষ্টামি কথা গুলো নির্দ্বিধায় বলা
ভালোবাসা মানে তোমার সাথে আমার পাশাপাশি পথ চলা!
ভালোবাসা মানে খুনসুটি রাগারাগি আর তোমার ধমকে উঠা
ভালোবাসা মানে তোমার কথায় কান্না করে অভিমান করা !
ভালোবাসা মানে মন আমার আবেগে শিহরিত ব্যাকুল বন্য
ভালোবাসা মানে ছোটো ছোটো চিন্তা আর খেয়াল তোমার জন্য!
ভালোবাসা মানে তোমার ঠোঁটে আমার ঠোঁটের আলিঙ্গন
ভালোবাসা মানে তোমার আমার শরীরের মিলন!
ভালোবাসা মানে তোমার উতপ্ত নিঃশ্বাসের অনুভূতি
ভালোবাসা মানে তোমার কাধে মাথা রেখে নিঃশব্দ তিথি!
ভালোবাসা মানে আমার শরীর তোমাতে মিলে মিশে একাকার
ভালোবাসা মানে তোমার চুম্বনে চুম্বনে আমায় করবে উত্তাল!
ভালোবাসা মানে বিশ্বাসের হাত তোমাতে রেখে মেলেছি পাখা
ভালোবাসা মানে তোমার সর্বক্ষণই আমাকে আগলে রাখা!
ভালোবাসা মানে তোমার সুরের ভেলায় ছন্দ পতন
ভালোবাসা মানে আমার বিশ্বাস আর আস্থার কথন!
ভালোবাসা মানে তোমার অপেক্ষায় সময় কাটানো
ভালোবাসা মানে তোমার কথায় আমার হাসি ফোটানো!
ভালোবাসা মানে তোমার কষ্টের কথায় আমার চোখের জল
ভালোবাসা মানে আমার কান্নায় তুমি বাড়িয়েছো মনবল!
ভালোবাসা মানে তোমার আস্থায় আমার দায়িত্ব পালন
ভালোবাসা মানে আমার ভরসা কে করেছো বরণ!
“শ্রাবণ সন্ধ্যায়”
তুমি তুমি শুধু তুমিই
জানলে আমার অন্তর ভূমি!
ভালোবাসা আর বিশ্বাসে
দিলে আমার কপাল চুমি !
তোমার আদরে শিহরিত মন
বুঝলাম আজ তুমি কত আপন!
রোদ বৃষ্টি আর মেঘলা দিন
তোমার সাথে অনেক মিল!
ঝিকিমিকি ঝলমলে দিন যেথায়
উচ্ছাসে কেটেছে তোমার কথায়!
বাদলো দিনের বরষায়
মন কেঁদেছে সহসায়!
মেঘের পালকিতে চড়ে
এসেছি তোমার দ্বারে!
আগলে ধরে বললে আমায়
থেকে যাও এই শ্রাবণও বেলায়!!
Rabeya Hossain
কানাডা:
২ Comments
congratulations
Tnx for this nice post !! Lovely poems , want more !!! Love makes a person positive / perfect !!