স্পর্শ
আমি তোমাকে ছু্ঁয়ে দিতে চাই আর একবার।
হাতের স্পর্শে নয়,মনের স্পর্শে…।
সময় হবে কি তোমার,
আমাকে এতটুকুও সুযোগ দেবার?
তোমাকে শুধু একবার ছুঁয়ে দেখতে চাই,
খুব কাছ থেকে না হোক,
না হোক সে কোন দীর্ঘ সময় ধরে!
তবু একবার ছোঁব।
তোমার উষ্ণতা না পাই,
শুধু চোখের পলক পরা একটি মূহুর্তে,
ইচ্ছায় বা ইচ্ছা লুকিয়ে কোন সহজ বাহানায়!
তবুও একবার ছোঁব।
তোমার হাজারো আপত্তি থাকুক,
চোখে রাগ, মুখে অভিমান থাকুক;
বেহায়ার মতো একটিবার তোমায় ছোঁব
শুধু একবার ছুঁয়ে দিতে চাই তোমার হাত,
অথবা হাতের কনিষ্ঠ আঙ্গুল,
কিংবা তোমার নরম কোমল ওষ্ঠযুগল।
তারপর সেই সুখেই কাটিয়ে দিব কিছুটা প্রহর।
তবুও একবার ছোঁব।
হাতের স্পর্শে না থাকুক;
মনের স্পর্শে তোমায় একটিবার ছোঁব,
তবুও একবার ছোঁব।
কবিরা যেমন হয়
কবিরা বড়ই দুঃখী হয়,
দুঃখ আছে বলেই তারা কবি হয়,
দুঃখ বুঝে বলেই তারা অন্যের দুঃখকে লিখে।
যেমনটা ব্যথাতুর হৃদয় ব্যথিত হয়।
কবিরা অফুরন্ত প্রেমের প্রেমিক হয়,
তাই তারা প্রেমকে এত সুন্দর রুপ দান করে।
সেই প্রেমের ভাষা দিয়েই কবিতার কালি হয়।
সেই কালিতে তারা লিখে প্রেমের ইতিহাস।
কবিরা কাল্পনিক সুখী হয়,
সেই সুখের সুবাস দিয়েই
হাজার-হাজার কাব্যের পাতা ভর্তি হয়।
তারা অন্যের সুখে সুখী হয়,
অন্যকে সুখ দিতে পেরে আনন্দিত হয়।
কবিরা সত্যি বড়ই পাগলাটে হয়,
তারা বড় উদাসীন হয়,এলোমেলো হয়।
কবিরা আবার খামখেয়ালি হয়।
তাদের পাগলামো গুলোই কবিতার ছন্দ হয়।
কবিরা একাকিত্বের বন্ধু হয়,
একলা তাদের হাসতে হয়,
একলা তাদের কাঁদতে হয়।
নিজের কষ্ট বুকে চেপে লিখতে হয়।
কবিরা বড়ই অদ্ভুত হয়,
রাতের আকাশের তারায় তারায়
তারা কথা কয়।
গাছের কচি পাতা,ফুল, দূর্বা ঘাস ভালোবাসে
বাঁধাধরা রুটিনে নিজেকে আবদ্ধ রাখে না তারা,
কবিরা বড়ই স্বাধীনচেতা হয়।
১ Comment
congratulations