১৩০ বার পড়া হয়েছে
কাঠগোলাপের সাদা মায়ায়।
(শামীমা নাইস)
১৩/ ১২/ ২ ০ ২ ১
এবার বৃষ্টি নামলে
ধুয়ে নেবো চোখের জল
প্রেমের নামে নীরব বজ্রপাত সয়েছি ঢের।
খেয়ালি বাতাসে
কাঠগোলাপের সাদা মায়ায়
আর ভাসবো না নীলকমলের দেশে।
আকণ্ঠ তৃষ্ণায়ও যাবো না মেঘের বাড়ি
প্রচন্ড ভরসায় অসীমে উড়তে গিয়ে
নিজের অজান্তে ডানা থেকে
খসে পড়েছে সাদা পালক।
তাই আর নয়
আর নয় প্রেমের ডুব সাঁতার
আর নয়
নির্জনতার ঘরে গোপন আলিঙ্গন I
এবার বৃষ্টি নামলে
ধুয়ে নেবো চোখের জল I
১ Comment
very good job; Congratulations