১২৮ বার পড়া হয়েছে
স্বপ্ন লোকের তুমি
কাজী শামীমা রুবী
তারিখঃ ১১/০৯/২১
অক্ষরবৃত্ত ছন্দ- ৮+৬
অলক্ষ্যে গেলাম রয়ে সংসারে কোণে
দিবা-রাতি ঘানি টানি অসাড় জীবনে
কর্মের মাঝেই দেখি নিজ প্রতিচ্ছবি
আমায় নিয়েই লিখে কত-শত কবি।
অনাথ জীবনে আমি নাই প্রিয়জন
খুঁজিয়া ফিরেছি আমি পরকে আপন
আকাশে বাতাসে শুধু্ বলে যাই কথা
একাকি জীবনে আছে শুধুই নিরবতা।
এলেই যখন তুমি পীড়িত জীবনে
আলোক আসিলো ফিরে সেই মধুক্ষণে।
আগমনে জুটে গেলো সুর ছন্দ লয়
গভীর আঁধার কেটে দূর হলো ভয়।
আবেশে পরাগ মেখে জুড়ালো নয়ন
বন্ধন অটুট রেখে দেখেছি স্বপন।
৮ Comments
সুন্দর লিখনি । পাঠে মুগ্ধ হলাম ।
চমৎকার পারফরম্যান্স অভিনন্দন রইল প্রিয় কবি
very good job; congratulations.
Excellent ?
অসাধারণ
দারুন সুন্দর লিখেছেন কবি
মুগ্ধ হলাম. অনেক শুভেচ্ছা জানাই
প্রিয় কবিকে।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ
লিখাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ?❤️