১৭০ বার পড়া হয়েছে
মিষ্টি করে বলো যদি
কাজী মোছাম্মৎ শামীমা আক্তার
তারিখ-১৪/১০/২১
তুমি মিষ্টি করে বললে আমায়
সব অভিমান ভুলি তখন।
প্রেমের আবির ছড়িয়ে দিলে
বাসলে ভালো আমায় যখন।
হৃদয় মাঝে আছো তুমি
আঁখি মেলে দেখে নিও।
কেউ জানে না এ মন জানে
মনের মাঝে তুমি প্রিয়।
যেদিন তোমায় প্রথম দেখি
এহাত রাখি তোমার হাতে।
ভালোবাসার আবেশ জড়াই
স্বপন রাখি আঁখিপাতে।
জানাজানি নাইবা হলো
জানুক শুধু অন্তর্যামী
লোকচক্ষুর অন্তরালে
এখন শুধু তুমি আমি।
৩ Comments
Mukut Mukut
অসাধারণ প্রকাশ
Very good job; Congratulation.