২৭৬ বার পড়া হয়েছে
সর্বনাশ
কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান
।। চট্টগ্রাম ।।
মনলোভা নিসর্গের পরতে পরতে
পরম চোষ্য অকল্মষ সুগভীর চুম্বনে –
সেঁকে তুলে আনি যত সুষমা, অমৃত নির্যাস,
কেঁপে কেঁপে উঠে ভূমি সমগ্র থেকে আকাশ।
ফুঁসে উঠুক মলয়, নেমে আসুক প্রলয়,
ধ্বসে যাক নিলয়, উবে যাক বলয় –
নিশ্চয় বিনিশ্চয় অত্যাশ্চর্যপূর্বক সর্বনাশ,
শেষ চুমুকে অত্রস্ত তৃপ্ত কবি কিংবদন্তি!
-সেইই হয় নুহাশ, যেটি হয় ইতিহাস ।।
১ Comment
very good job; Congratulations.